খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

৫ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

দলীয় ১১৭ রানের মাথায় পঞ্চম উইকেট হারালো শ্রীলঙ্কা। মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন চারিথ আসালঙ্কা। ৪৬ বল খেলে ৫ চারে ৩৭ রান করে যান তিনি।

দলীয় ১১৭ রানের মাথায় পঞ্চম উইকেট হারালো শ্রীলঙ্কা। মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন চারিথ আসালঙ্কা। ৪৬ বল খেলে ৫ চারে ৩৭ রান করে যান তিনি।

এবার প্রথম বলে রিশাদের উইকেট:

মোস্তাফিজ বোলিংয়ে এসেই উইকেটের দেখা পেয়েছিলেন। এবার ইনিংসের ১৮তম ওভারে এসে প্রথম বলেই কুসলকে ফেরান রিশাদ হোসেন। রিশাদের টার্ন করা বলে অফে খেলতে গিয়ে খোঁচা দেন কুসল। ৫১ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। তার আউটে ভাঙে ৩৩ রানের জুটি। ক্রিজে আসালঙ্কার সঙ্গী লিয়ানাগে। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৮০।

বোলিংয়ে এসেই মোস্তাফিজের উইকেট:

প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পাননি। তরুণ পেসার তানজীম হাসান সাকিব ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ মেলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। মোস্তাফিজ এই ম্যাচে প্রথম পাওয়ার প্লে’র পর বোলিংয়ের সুযোগ পান। দ্বিতীয় বলেই ফেরান সাদিরা সামারাবিক্রমাকে। লেন্থ বল ডিফেন্ড করতে যেয়ে খোঁচা দিয়ে বসেন সামারাবিক্রমা। ১৫ রানে ২ উইকেট হারানোর পর কুশল মেন্ডিসের সঙ্গে প্রতিরোধ গড়েন সামারাবিক্রমা। দুজনে পাওয়ার প্লে শেষ করেন বিপদ ছাড়া। কিন্তু মোস্তাফিজ বেশিদূর এগোতে দিলেন না। ১৪ রান আসে সামারাবিক্রমার ব্যাট থেকে। ক্রিজে কুশলের সঙ্গী হয়েছেন নতুন ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৪৩।

টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরালেন তাসকিন:

ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন ফেরান পাথুম নিসাঙ্কাকে। চতুর্থ ওভারে আবার বোলিংয়ে এসে বাজিমাত করেন এই ডানহাতি পেসার। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে ফেরান মাত্র ৪ রানে। চতুর্থ বলে এক্সট্রা কাভারের দারুণ চারের পর খোঁচা দিয়ে বসেন আভিস্কা। সহজেই সেটি তালুবন্দি করেন মুশফিক। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।

দ্বিতীয় ওভারেই তাসকিনের আঘাত:

ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। ফিরিয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কাকে। বল ডিফেন্ড করতে গিয়ে পায়ে লাগিয়ে বসেন নিসাঙ্কা, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিতে যেয়েও নেননি শেষ পর্যন্ত। ১ রানে ফেরেন নিসাঙ্কা, শুরুতেই উইকেট পায় বাংলাদেশ। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেট ১১।

‘অলিখিত’ ফাইনালে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন:

সিরিজে ১-১ সমতা হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আজ সোমবার সকালে চট্টগ্রামে টস হেরে ফিল্ডিং করবে স্বাগতিক শিবির। আগের দুটি ম্যাচ দিবারাত্রির হলেও এটি হচ্ছে সকাল ১০টা থেকে।

একাদশে তিন পরিবর্তন:
বাংলাদেশ নেমেছে একাদশে তিন পরিবর্তন এনে। অফ ফর্মের কারণে বাদ পড়া লিটনের জায়গায় একাদশে এসেছেন এনামুল হক বিজয়। ইনজুরিতে ছিটকে যাওয়া তানজীম হাসান সাকিবের জায়গায় মোস্তাফিজুর রহমান আর তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশে এক পরিবর্তন:
শ্রীলঙ্কা নেমেছে এক পরিবর্তন নিয়ে। ইনজুরিতে বাদ পড়েছেন দিলশান মদুশঙ্ক, তার পরিবর্তে একাদশে এসেছেন মহেশ থিকশানা।

একদশে যারা— পথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ বেলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মদুশান, ও লাহিরু কুমারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!