খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

৩ বছর পর খুলে দেয়া হল দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট

গেজেট ডেস্ক

দীর্ঘ প্রায় ৩ বছর পর  জন্য খুলে দেয়া হল দর্শনা-গেদে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে এ রুটে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সবধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন।

এদিকে দর্শনা-গেদে রুটে ভারত ভ্রমণ বিশেষ করে কলকাতা যাওয়া অত্যন্ত সহজ ও কম খরচ। মাত্র ৩৫ টাকায় টিকেট কেটে গেদে রেলস্টেশন থেকে কলকাতায় যাওয়া যায়। গেদে স্টেশন থেকে ২৪ ঘণ্টায় ১৮ জোড়া ট্রেন চলাচল করে কলকাতা-শিয়ালদহ-গেদে।

রাজধানী ঢাকাসহ দেশের উত্তরবঙ্গের সকল জেলা এবং দেশের প্রায় প্রতিটি জেলার মানুষ এ রুট দিয়ে ভারত ভ্রমণ করে থাকেন। করোনার আগে প্রতিদিন প্রায় ৩ হাজার পাসপোর্টধারী এ বন্দর চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ ভ্রমণ করতেন।

গত ২৪ ডিসেম্বর দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী মনোজ কুমার। তখন তিনি আশ্বস্ত করেন খুব শিগগির দর্শনা-গেদে চেকপোস্ট চালু করা হবে। এরপর তিনি পদক্ষেপ নেন। এরই প্রেক্ষিতে ২ মার্চ (চুয়াডাঙ্গার দর্শনা-নদীয়া পশ্চিমবঙ্গ) এবং (চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ-পশ্চিবঙ্গের মালদা জেলার মেহেদীপুর) বন্দর খুলে দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেনার্স ডিভিশন।

করোনা মহামারি কারণে ২০২০ সালে ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু করা হলে ২০০১ সালের ৫ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে গত প্রায় ৩ বছর দর্শনা-গেদে স্থলপথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারেনি। তবে রেলপথে এ বন্দর দিয়ে মালামাল আমদানি চালু ছিল।

এদিকে দর্শনা-গেদে রুটে ভিসা না দেয়ায় ভারত ভ্রমণে বাংলাদেশিরা ভীষণ বিড়ম্বনায় পড়েন। বিশেষ করে রোগী, যারা ভারতে চিকিৎসায় যান। বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে হাজার হাজার বাংলাদেশি পাসপোর্টধারী পুরুষ-নারী ২৪ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছে। অনেকে মারাও গেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!