চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টায়ও আগুন নেভেনি। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর কাজ করছেন।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির কারখানার গুদামে আগুন লাগে। এরপর থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ বিমানবাহিনী।
এরপর পর্যায়ক্রমে নৌবাহিনী এবং সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। পরে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় বিভাগীয় কমিশনার, উন্নয়ন (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আনোয়ার পাশা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন এবং তিন দিনের মধ্যে তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।
পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম যারা রাত থেকে কাজ করেছে, তারা ক্লান্ত হওয়ায় তাদের পরিবর্তন করে নতুন টিম দিয়ে কাজ শুরু করছি। বর্তমানে ফায়ার সার্ভিসের আরও ১০টি ইউনিট কাজে যোগ দিয়েছে। তাদের সঙ্গে কোস্ট গার্ড ও বিমানবাহিনীর একাধিক ইউনিটও কাজ করে যাচ্ছে।
আগুন পুরোপুরি নিভতে কতক্ষণ সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, ওপরের টিন না সরানো পর্যন্ত কতক্ষণ সময় লাগবে, তা এখনো সঠিক করে বলা যাচ্ছে না। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যাতে ওপরের টিনগুলো সরানোর ব্যবস্থা করে।
আগুনে ব্রাজিল থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল পুড়ে যাওয়ার তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পরিশোধনের পর রমজানে এ চিনি বাজারে ছাড়ার কথা ছিল।
খুলনা গেজেট/ টিএ