দিঘলিয়া ওয়াই এম এ আয়োজিত দিঘলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (ডিপিএল)২০২০-২০২১ সেশন ৬ এর ফাইনাল খেলা ২২ জানুয়ারী (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
দুপুর আড়াইটায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলায় সুপার সিক্সার্স মুখোমুখি হবে কিট ক্যাট বয়েজের।
গত বছরের ৪ ডিসেম্বর এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মফস্বল ক্রিকেটের সবচেয়ে বড় আসর এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয় এবং ১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হয়। খেলায় ১২ টি দল ২ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। সেমিফাইনাল পর্যন্ত মোট ৫০ টি খেলা অনুষ্ঠিত হয়। বিগত ৬ বছর থেকে দিঘলিয়া ইয়াং মেনস এসোসিয়েশন (ওয়াই এম এ) এ টুর্নামেন্ট আয়োজন করছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রাক্তন কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও প্রাক্তন কৃতি ফুটবলার খান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়াবিদ মোঃ মিলজার হেসেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহন্মেদ, সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ খান রওশন আলী, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, প্রাক্তন কৃতি ফুটবলার খান জিয়াউল হক সোহাগ ও টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন কোম্পানির ডেপুটি সিনিয়র এসিসট্যান্ট ডিরেক্টর মোঃ মুজাহিদ হোসেন মিশু।
এ দিকে ফাইনাল খেলা উপলক্ষে ওয়াই এম এ সংলগ্ন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং পাশ্ববর্তী স্থাপনাগুলো জমকালো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম