২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি, প্রধান আলোচক ও আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশকে মানচিত্রহীন জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে ২১ আগস্ট গ্রেনেড হামলার চালানো হয়েছিলো। ২১ আগস্ট গ্রেনেড হামলা শুধু শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই নয়, এটা গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে অন্যের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। যারা শেখ হাসিনাকে মানব ঢাল তৈরি করে রক্ষা করেছিলেন তারা শুধু শেখ হাসিনাকে রক্ষা করেনি; তারা দেশের গণতন্ত্র, মানচিত্র, সার্বভৌমত্বকে ও আদর্শকে রক্ষা করেছেন।
বক্তারা আরও বলেন, এই ভূ-খন্ডে বঙ্গবন্ধুর আদর্শ না থাকলে থাকবেনা গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সার্বভৌমত্ব। হবেনা অর্থনৈতিক মুক্তি। সেকারণে এ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ করতে হবে। তাহলেই তাদের মধ্যে দেশপ্রেমের সৃষ্টি হবে। থাকবেনা কোন সাম্প্রদায়িক সন্ত্রাস, উগ্র জঙ্গীবাদ ও দেশ বিরোধী কোন কর্মকান্ড।
আজ রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান আলোচক ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক কল্লোল কুমার রক্ষিত।
আরও বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, আলমগীর কবির, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফকির মো. সাইফুল ইসলাম, রনজিত কুমার ঘোষ, নূরীনা রহমান বিউটি, মো. শফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল প্রমূখ।