ভয়াল ২১ আগস্ট আজ। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। এ হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। আহত হন অনেকে। ভয়াবহ এ হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে প্রতি বছর নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হলেও এবার পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো কর্মসূচি নেই দলটির।
প্রতি বছর দিবসটিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন, নিহতদের স্মরণে আলোচনাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এবার সে রকম কোনো কর্মসূচি থাকছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সিনিয়র নেতারাও রয়েছেন আত্মগোপনে। হত্যা, দুর্নীতিসহ নানা অভিযোগে রিমান্ডে রয়েছেন কেউ কেউ। ফলে পরিবর্তিত এমন প্রেক্ষাপটে দিবসটি পালনের কোনো কর্মসূচির কথা জানায়নি দলটি। এর আগে ১৫ আগস্ট শোক দিবস পালনের ঘোষণা দেওয়া হলেও ছাত্র-জনতার বাধার মুখে সে কর্মসূচি পালন করতে পারেনি দলটি।
খুলনা গেজেট/এইচ