খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান
  ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজার ২৯৪, আহত ১২ হাজার ১৯ জন : রোড সেফটি ফাউন্ডেশন

১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান সিপিবির

গেজেট ডেস্ক

ক্ষমতা দীর্ঘায়িত হলে অপশক্তি সুযোগ নেয়ার চেষ্টা করবে উল্লেখ করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন নেতারা।

দলটির সভাপতি শাহ আলম বলেন, সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে। এ সময় জিনিসপত্রের দাম কমাতে না পারা ও নতুন করে ভ্যাট আরোপের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি।

সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অরাজনৈতিক শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকা উচিত নয়। অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও সংস্কারের স্পষ্ট ধারণা সরকারকে দিতে হবে।

সংবিধান প্রসঙ্গে দলটির নেতারা বলেন, একাত্তরের ঘাতকরা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে বাহাত্তরের সংবিধানকে কবর দিতে চায়। আমরা তা কখনো হতে দেব না। এই দেশে স্বৈরাচার ও যুদ্ধাপরাধী শক্তিকে আসতে দেব না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!