খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
১০ দিনে মধ্যে ওয়ার্ড কমিটি

১৫ আগস্টের মধ্যে পুর্ণাঙ্গ থানা কমিটি গঠনের নির্দেশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক 

মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৫টায় বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ আগস্টের মধ্যে মহানগরীর ৫ থানার পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের এবং ১৮ আগস্টের মধ্যে থানা বিএনপির তত্ত্বাবধায়নে পুর্নাঙ্গ ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট কমিটি গঠনে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সরকার গত ১৫ বছর ধরে বিরোধী নেতাকর্মীদের গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে। শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। এবার আর তাদের শেষরক্ষা হবে না। জনগণের বিজয় হবেই।

তিনি বলেন, আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করছে। গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে।

সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেয়াই, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্বশুর ও তার স্ত্রী জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনাসহ জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম জহীর, স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ন কবরি. হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, আবু মো. মুরশদি কামাল, কাজী মজিানুর রহমান, মোল্লা ফরদি আহমদে, সয়ৈদ সাজ্জাদ আহসান পরাগ, শখে ইমাম হোসনে, হাববিুর রহমান বশ্বিাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, ফকরুল আলম, আব্দুর রাজ্জাক, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!