খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

‘১২ ডিসেম্বর ৫ জি যুগে প্রবেশ করবে বাংলা‌দেশ’

গে‌জেট ডেস্ক

আগামী ১২ ডি‌সেম্বর ৫ জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ১ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত প্রযুক্তি পণ্যের মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) মাসব্যাপী ‘বিজয় উৎসব-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে এখন কম্পিউটার পণ্য বা সেবা পৌঁছে দিচ্ছে আমাদের কম্পিউটার ব্যবসায়ীরা। আমি ধন্যবাদ জানাই কম্পিউটার সিটি সেন্টারকে।’ তিনি আরও বলেন, ‘আমরা ১২ ডিসেম্বর ৫ জি যুগে প্রবেশ করব। স্যামসাং, নোকিয়াসহ অনেকেই বাংলাদেশে কাজ শুরু করেছে। আমরা এখন বাংলাদেশ থেকে কম্পিউটারসহ অনেক প্রযুক্তি পণ্য রফতানি করছি। উন্নত দেশ হতে আমাদের ৪১ সাল লাগবে না।’

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!