খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

১০ ডিসেম্বর, শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই : প্রিন্স

গেজেট ডেস্ক

‘২৮ অক্টোবরের পরিণতি হবে ১০ ডিসেম্বরের মতো’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জের ধরে বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য প্রমাণ করে তারা কতটা সীমাহীন অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, স্বৈরাচার, কর্তৃত্ববাদী এবং প্রতিহিংসাপরায়ণ সরকার।

১০ ডিসেম্বর, শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই মন্তব্য করে তিনি বলেন, তার (ওবায়দুল কাদের) মনে রাখা উচিৎ এটা ২০২২ এর ১০ ডিসেম্বর নয়। এবার তেমন কিছু করতে গেলে জনগণ তাদের ঘিরে ধরবে, আদর-আপ্যায়ন করে দেবে।

১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশকে বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ নক আউট হয়ে গিয়েছিলো দাবি করে প্রিন্স বলেন, ২৮ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।

বিজয় অর্জন না করা পর্যন্ত জনগণ মহাযাত্রা চালিয়ে যাবে। এমরান সালেহ প্রিন্স শনিবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদ্যকারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

ধোবাউড়া বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ২৮ ডিসেম্বর মহাসমাবেশে বাধা দিলে সারা দেশেই মহাসমাবেশ ছড়িয়ে পড়বে। আওয়ামী লীগ সংঘাত সৃষ্টি করতে আসলে দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, লিটন,ফরহাদ রাব্বানী সুমন, আবুল কাশেম ডলার ,উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্যসচিব হাসান শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!