হোসে মরিনহো তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন। রোববার (৪ অক্টোবর) দশজনের ম্যানইউকে ৬-১ গোলে হারিয়ে অপদস্ত করে গেছেন। সবশেষ ২০১১ সালে ম্যানইউর ঘরের মাঠে ৬-১ গোলে তাদের হারিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
ওল্ড ট্রাফোর্ডে এটা ছিল টটেনহ্যামের সবচেয়ে বড় জয়। সবশেষ ১৯৩২ সালে ঘরের মাঠে ম্যানইউকে ৬-১ ব্যবধানে হারিয়েছিল তারা।
টটেনহ্যামের হয়ে সন হিউং-মিন ও হ্যারি কেন দুটি করে গোল করেন। একটি করে গোল করেন টাঙ্গুই ডম্বেলে ও সার্জি আউরিয়ের। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে রেড ডেভিলসদের এগিয়ে নিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। ২৮ মিনিটে অ্যান্থনি মার্শাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ম্যানইউকে।
৬-১ গোলের হার কেবল কোচ ওলে গুনার শুলসারের সময়ের সবচেয়ে বড় হার নয়, এটা ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডের সময়েও সবচেয়ে বড় হার।
এমন হার ম্যানইউকে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে নামিয়ে দিয়েছে। তাদের পেছনে আছে ফুলহ্যাম ও ওয়েস্টব্রুম। তিন ম্যাচে ১১ গোল হজম করেছে ম্যানইউ। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট।
অন্যদিকে বড় ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।
খুলনা গেজেট/এএমআর