ভারত বিশ্বকাপ থেকেই ব্যর্থতার মধ্যে সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ পরবর্তী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ধবলধোলাইয়ের পর, নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টিতে তারা একই ফলের দিকেই আগাচ্ছিল। তবে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে শাহিন শাহ আফ্রিদির দল।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৩৪ রানের স্বল্প পুঁজি নিয়ে কিউইদের চ্যালেঞ্জ জানানো কঠিন ছিল পাকিস্তানি বোলারদের জন্য। সেখানে অলরাউন্ডার ইফতিখার আহমেদের ঘূর্ণিতে সফরকারীরা ৪২ রানের জয় পেয়েছে।
রোববার (২১ জানুয়ারি) ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। আগের চার ম্যাচে পরাজিত সফরকারীরা এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামে। কিন্তু বরাবরের মতো এই ম্যাচেও তারা ব্যাট হাতে ব্যর্থতার মঞ্চ সাজিয়েছে।
ক্রাইস্টচার্চে এমন স্পোর্টিং উইকেটে যাকে চরম ব্যাটিং বিপর্যয়ও বলা চলে। কিউই বোলার দাপটে সেভাবে হাত খুলতে পারেননি বাবর-রিজওয়ানরা। তবুও ফখর জামান ও শাহিবজাদা ফারহানের ছোট্ট ক্যামিওতে ১৩৪ রানের মান বাঁচানো পুঁজি পায় পাকিস্তান। রানতাড়ায় ব্যাট করা কিউইদের তারা মাত্র ৯২ রানেই গুটিয়ে দেয়।
পাকিস্তানের হয়ে ২৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ইফতিখার। এছাড়া শাহিন ও নওয়াজ দুটি করে এবং জামান ও উসামা মির একটি করে শিকার করেছেন।
খুলনা গেজেট/এনএম