হোয়াইট হাউসে বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কির প্রতি তার ‘যথেষ্ট শ্রদ্ধা’ আছে। এ খবর দিয়েছে বিবিসি।
সম্প্রতি জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলেছিলেন ট্রাম্প। এজন্য তিনি ক্ষমা চাইবেন কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করতে পারছেন না যে, এ কথা বলেছেন। শুধু তাই নয়, জেলেনস্কিকে ‘অত্যন্ত সাহসী’ বলেও অভিহিত করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসান নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এসব বলেন।
শুক্রবার জেলেনস্কির সঙ্গে ভালো একটি বৈঠক হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি অর্জনের প্রচেষ্টা বেশ দ্রুত এগোচ্ছে।
তিন বছর আগে ইউক্রেনে হামলা চালানোর পর মস্কোর সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের মার্কিন বৈঠক করে ট্রাম্প প্রশাসন পশ্চিমা অংশীদারদের চমকে দেয়ার পর এ সপ্তাহের বৈঠক অনুষ্ঠিত হলো।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করেন। এর আগে শান্তি আলোচনা শুরু না করার জন্য তাকে তিরস্কারও করেছিলেন।
খুলনা গেজেট/এনএম