আফগানিস্তানজুড়ে অস্থিরতার মধ্যেই হেরাত প্রদেশে স্কুলে ফিরলো নারী শিক্ষার্থীরা। দেশটির স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য।
শামসাদ নিউজের খবরে দেখা যায়, কালো ইউনিফর্মের সাথে হিজাব পরে স্কুলে ঢুকছে শিক্ষার্থীরা। স্বাভাবিক সময়ের মতোই স্কুল প্রাঙ্গণে ছিলো তাদের আনাগোনা।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে নারী বিষয়ক নীতিতে বেশ কট্টর ছিলো তালেবান। ১০ বছরের বেশি বয়সীরা পেতো না শিক্ষালাভের অনুমতি। তবে এবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই নারীদের উচ্চশিক্ষা, চাকরি এবং রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে নমনীয় অবস্থান দেখিয়েছে তালেবান। অবশ্য শর্ত একটাই- মানতে হবে ইসলামী শরিয়াহ্।
খুলনা গেজেট/কেএম