বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শুক্রবার(২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
হুগলী বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও হুগলী বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ মোড়লের পরিচালনায় সভায় বক্তৃতা করেন জুট স্পিনার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মো. আবুল, শাহানাজ প্রিয়া, কাজল, মুক্তার, কাজী তুহিন, তরু বেগম, রেজাউল, শহিদুল।
সভা থেকে সংগঠনের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক কর্মচারীরা তাদের সকল বকেয়া পাওনা শ্রম আইন অনুযায়ি পেতে পারি এ ব্যাপারে আমরা বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করেছি । সর্বসম্মতিক্রমে এবার আমরা আমাদের নায্য পাওনা জন্য শ্রম আদালতে মামলা করবো। এছাড়া শ্রমিক এর দেনা-পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত মিল যেন কোন অবস্থায় বিক্রয় না হয় সে ব্যাপারে প্রশাসনসহ খুলনা ৫ আসনের সংসদ সদস্য ভুমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের আশু হস্তক্ষেপ কামনা করেন।
খুলনা গেজেট/ এএজে