সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোটের নেতাকর্মিরা। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
মহাজোট নেতারা বলেন, বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়েছে। সরকার মূল অপরাধীদের বিচার না করায় তারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চাই। আমাদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে হিন্দু মহাজোট নেতারা।
জাতীয় হিন্দু মহাজোটের বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, পৌর শাখার সভাপতি নয়ন পাল, সাধারণ সম্পাদক অন্তর ঘরামী, ছাত্র মহাজোটের উপদেষ্টা অপূর্ব বাইন, মিঠুন চক্রবর্তী ও যুব মহাজোটের সাধারণ সম্পাদক সুদেব মজুমদারসহ নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
খুলনা গেজেট/এনএম