কর্ণাটকে ওঠা হিজাব বিতর্ক দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ঝড় তুলেছে। কর্ণাটক সরকার যেন আগুনে ঘৃতাহুতি দিল তাদের বয়ানে।
কর্ণাটক হাইকোর্টকে রাজ্যের এডভোকেট জেনারেল প্রভুরাজ নাগডেভি জানিয়েছেন যে, হিজাব ধর্মীয় অনুশীলনের অঙ্গ নয়। তাই, শিক্ষা প্রতিষ্ঠানে এর ব্যবহার না হওয়াই উচিত।
তিনি বলেন, তিনটি প্রশ্নের মীমাংসা হওয়া প্রয়োজন। এক নম্বর. হিজাব মূল বিশ্বাসের অঙ্গ কিনা। দুই. হিজাব পরাটা মৌলিক ধর্মগত বিষয় কিনা। তিন নম্বর. হিজাব না পরলে কি ধর্ম রসাতলে যাবে?এডভোকেট জেনারেল কর্ণাটক হাইকার্টের বিশেষ ডিভিশন বেঞ্চের কাছে এই প্রশ্ন তুলে ধরেন।
প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, কৃষ্ণ দীক্ষিত ও জে এম খাজার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার দুপুর আড়াইটায় মামলাটি আবার শুনবে। শুধু ভারত নয়, গোটা বিশ্বের নজর এখন এই হিজাব বিতর্কের দিকে।
খুলনা গেজেট/ এস আই