খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ, নেতিবাচক প্রচারণা ব‌ন্ধের আহবান

গেজেট ডেস্ক

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে বাংলাদেশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বাংলা‌দেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর প্রশ্নে জসীম উদ্দিন বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে। এটা এফওসিতে কেন, যে কোনো পর্যায়ে হতে পারে। সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমেও হতে পারে, জানানো যায় এবং দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায়।

সংক্ষিপ্ত সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব মিশ্রি। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসীম উদ্দিন। অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মযজ্ঞ পছন্দ নয় অন্তর্বর্তী সরকারের। সেই বার্তা দিল্লির পররাষ্ট্র সচিবকে ঢাকায় পেয়ে সরাসরি পৌঁছে দেন জসীম উদ্দিন। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন, তিনি (শেখ হাসিনা) একটি বক্তৃতা দিয়েছেন, এটা এই সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন, তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, আমরা বলেছি, তিনি (শেখ হাসিনা) ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। তাদের (ভারতকে) আমরা বলেছি, আমরা যে এটা পছন্দ করছি না এটা তাকে (শেখ হাসিনাকে) যেন জানানো হয়। তারা (বিক্রম মিশ্রি) নোট নিয়েছেন।

এদিকে, অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের মন্তব্য সহনশীল নয় উল্লেখ করে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধে ভারতের শক্ত ভূমিকা আশা করি। বাংলাদেশে জুলাই-আগস্টের বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে। এসব বিষয়ে আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, আমরা জোর দিয়ে বলেছি বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করে আসছে। এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের কোনো সুযোগ নেই। বাংলাদেশ সরকার সরেজমিনে এ বিষয়ে পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে। সেই সঙ্গে আমরা বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আর অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সহনশীল নয়।

পররাষ্ট্র সচিব বলেন, আমি ভারতের পররাষ্ট্রসচিবকে স্মরণ করিয়ে দিয়েছি বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। তাই অন্যান্য দেশেরও একইভাবে আমাদের প্রতি শ্রদ্ধাবোধ দেখানো উচিত।

তিনি জানান, নতুন বাংলাদেশ সম্পর্কে ভারতের ‘আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ’ ছিল, সেটি সামনে কমে আসবে। দুই দেশের মধ্যকার বিশ্বাসের ঘাটতি কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভারতে বাংলাদেশি মিশনের নিরাপত্তা জোরদারের কথা বলেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এ সময় দেশটিতে অবস্থানরত শেখ হাসিনার অনলাইন বক্তব্য ঢাকা পছন্দ করছে না বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বলেন, ভারত আমাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ভারত থেকে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি আজকের আলোচনায় আন্ত:সীমান্ত নদী ও পানি বন্টনের বিষয়গুলো গুরুত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচারসহ অন্যান্য অপরাধ দমনে ভারতের সহযোগিতাসহ বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!