খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৫
  মানবতাবিরোধী অপরাধ : জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান যে অপরাধ করেছে তা ক্ষমা যোগ্য নয়: গিয়াস উদ্দিন কাদের

গেজেট ডেস্ক

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান (ভারত) যে অপরাধ করেছে সেই অপরাধ ক্ষমা যোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

তিনি বলেন, দেশে একটি পরিবর্তন আসছে। কিন্তু প্রতিদিন কেউ না কেউ দাবী দাবা নিয়ে রাস্তায় বসছে। এসকল ষড়যন্ত্র সীমান্তের ওই পার থেকে হচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদী ঈদগাহ মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, সতর্ক হয়ে যান। যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদীর ভিত্তিতে রক্ষা করতে হবে। সে জন্য জাতীয়তাবাদী দলের সৈনিকদের মধ্যে ঐক্য থাকতে হবে।

এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়।

জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, আন্দোলন এখানেই শেষ হয়নি। আরও ত্যাগ শিকার করতে হবে। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী মূল্যবোধ শিখিয়ে গেছে, জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এই ৩টির ভিত্তিতে আগামীর রাজনীতি হবে। সংবিধান সংস্কার যদি হতে হয় তাহলে এই ৩টির ভিত্তিতে হতে হবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, নরসিংদী-৪ মনোহরদী বেলাবো আসনের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদীর সাবেক মহিলা এমপি রোকেয়া আহাম্মেদ লাকী, সহ সাংগঠনিক সম্পাদক বেনুজির আহাম্মেদ টিটু, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আাজাদ প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!