খুলনা, বাংলাদেশ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪

Breaking News

  সিন নদীতে প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন

হারিয়ে যাবে আমাদের চিরচেনা পথের অনেক কিছু

নজরুল ইসলাম মজ্ঞু

স্মৃতিতে অম্লান হয়ে থাকবে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মা নদী পারাপারের মাওয়া-কাঠালবাড়ী ঘাট। আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রত্যাশার পদ্মা ব্রিজ ।এরপর মানুষের স্মৃতিতে থাকবে মাওয়া-কাঠালবাড়ী ফেরী, লঞ্চ ও স্পীড বোটে পারাপারের ৩০ বছরের স্মৃতি । গল্প হয়ে থাকবে আমাদের দু:খ সুখ বেদনা ও তিক্ত অভিজ্ঞতার নানান কাহিনী। ঘুরে ফিরে আসবে আমাদের সামনে এবং আমরা বলবো আমাদের ভবিয্যৎ প্রজন্মকে ঐতো ওখান দিয়েই আমরা পার হতাম প্রমত্তা পদ্মা নদী ।

শীত গ্রীষ্ম বষা, কখনও ঘন কুয়াশা, কখনও প্রচন্ড খরতাপে, কখনও ঝড় বৃষ্টিস্নাত রাতে ঝুকিপূর্ণ পারাপার হলেও একটা এ্যডভেঞ্চার ছিলো, যাত্রায় গরম গরম ডিম, পরাটা, সিদ্ধ ডিম ঝালমুড়ি, চা গরম, ফেরীঘাটে অথবা লঞ্চে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া, সব হারিয়ে যাবে এই ভেবে আজ পদ্মা পার হবার সময় মনটা মাঝে মাঝে খারাপ লাগছিলো।
তারপরেও ভাবনায় আসে আমাদের পদ্মা ব্রীজ, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার প্রাপ্তিতে আমরা সৌভাগ্যবান, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ মহান। (‌ফেসবুক ওয়াল থে‌কে)

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!