খুলনা, বাংলাদেশ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ : নিহত ১, সাড়ে ৪ ঘন্টা পর রেল যোগাযোগ শুরু
  বাংলাদেশী জলসীমায় মাছ আহরণ, দু’টি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
  জুলাই আন্দোলনে শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

হারানো ১৬৮ মোবাইল ও বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে ও চুরি যাওয়া ১৬৮ মোবাইল ফোন ও বিকাশে মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২ লাখ ৩১ হাজার টাকা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র মাধ্যমে উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে এক অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মোবাইল ফোন ও টাকা মূল মালিকদের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, পরিদর্শক ওহিদুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মোঃ ইয়াসিন আলম চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, পুলিশ সব সময়ে মানুষের জানমাল রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদন পাওয়ার পর সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র মাধ্যমে ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা। এ ছাড়া বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!