রাজধানীর হাতিরঝিল লেকে এক কিশোরীর লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। ওই কিশোরীর নাম রিয়া (১৪)।
শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, রাত ১০টার কিছু পরে হাতিরঝিল লেকের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়েন রিয়া। পরে তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে খুঁজে পাননি। এ ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, রাতে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজ থেকে এক-দুজন লাফ দিয়ে পানিতে পড়েছে বলে আমাদের কাছে সংবাদ আসে। পরে আমরা ঘটনাস্থলে যাই। পরে পানিতে লাফ দেওয়া এক হকারকে উদ্ধার করা হয়। কিশোরীর মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ বিএম শহিদ