শাহরুখ খান-গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সোমবার জওয়ানের ১ হাজার কোটি রেকর্ড উপলক্ষে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে ক্যাপশনে লিখা, ‘ইতিহাস তৈরির পথে জওয়ান! আপনি এখনও এটা দেখেছেন কি?’
একই বছরে দুবার বক্স অফিসের হাজার কোটির শৃঙ্গ জয় করলেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’ এরপর ‘জওয়ান’। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী বক্স অফিসেও ভালো ফল করেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের এ সিনেমা।
এনডিটিভির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। সোমবার মুক্তির ১৮ দিনেই এ রেকর্ড গড়েছে সিনেমাটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করে ‘পাঠান’। ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জওয়ান’।
শাহরুখ খান-গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সোমবার জওয়ানের ১ হাজার কোটি রেকর্ড উপলক্ষে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে ক্যাপশনে লেখা, ‘ইতিহাস তৈরির পথে জওয়ান! আপনি এখনও এটা দেখেছেন কি?’
ফিল্ম ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ এক্স-এ (পূর্বের টুইটার) বক্স অফিসের রিপোর্টগুলো প্রকাশ করেছেন।
এর আগে তরণ ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘নতুন রেকর্ড সতর্কতা! সবচেয়ে দ্রুত সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এখন জওয়ান।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পাঠান সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে আপাতত জওয়ানের দখলেই রয়েছে সর্বোচ্চ ওপেনিং পাওয়া হিন্দি সিনেমার তকমাটা। এর আগে ‘পাঠান’ প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে।
খুলনা গেজেট/এনএম