হাইতিতে শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩০৪-এ পৌঁছেছে। শনিবার রাতে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি চান্ডলার বলেন, এখন পর্যন্ত নিশ্চিত মৃত্যু হয়েছে ৩০৪ জনের। আর আহত হয়েছে অন্তত ১৮ শ’ জনের। উদ্ধারকাজ এখনো চলছে বলে তিনি জানান।
শনিবার দক্ষিণ-পশ্চিম হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্পটি। ক্যারিবিয়ান দেশটিতে এটি সর্বশেষ সঙ্কট। গত মাসে প্রেসিডেন্ট জোভেনেল মোইসে আততায়ীদের হাতে নিহত হওয়ার পর দেশটিতে সঙ্ঘবদ্ধ সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে। সূত্র : আল জাজিরা
খুলনা গেজেট/কেএম