ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ পাওয়ায় আনন্দ উৎসব উদযাপন করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ
বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় সিন্ধান্ত মোতাবেক ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার আয়োজনে রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও ওসি (তদন্ত) এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) পলাশ সাহা, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট বজলুর রহমান, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন, প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, অধ্যক্ষ্য শরিফুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, শিক্ষক সাংবাদিক, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য, শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ পাওয়ায় জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে সন্ধায় কেক কাটার মধ্যদিয়ে অনুষ্টান শেষ হয়।
খুলনা গেজেট/কেএম