ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া, দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে মানববন্ধন, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, দলীয় কার্যালয়ে বসে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে উৎসাহ দেওয়ার অপরাধে উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাজেদুল টানু মল্লিকসহ আরও তিনি নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম টিপুর ভাই। বহিস্কৃত অন্য দুই নেতা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রবিউল ইসলাম পিলু মল্লিক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব রশিদ আজাদ মল্লিক।
এনিয়ে এই নির্বাচনে দলের নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় আওয়ামী লীগের ৬ নেতাকে বহিস্কার করা হলো।
এর আগে গত ২৩ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান জোয়ার্দার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম ও বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টুকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই