মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউন। এই লকডাউন কার্যকরে কঠোর হচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মানুষকে ঘরে রাখতে আর সরকারের নির্দেশনা মানাতে দিনভর চলছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এসব অভিযানে রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও। চলমান লকডাউনের অষ্টমদিনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় শহরের উপজেলা মোড়ের ইয়াহ হিয়া ইলেকট্রনিক্সের মালিক জামাল উদ্দিনকে তিন দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়াও এদিন সরকারের নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানাসহ নানা অপরাধে ২৪ মামলায় ২২ হাজার তিনশ’ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জেল-জরিমানা করেন। এসব অভিযানে ওসি আব্দুর রহিম মোল্লাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, মহামারি করোনার প্রভাব থেকে মানুষকে ভালো রাখতে সরকারের নির্দেশনায় কাজ করছে মাঠ প্রশাসন। নির্দেশনা না মানা, মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ নানা অপরাধে উপজেলা শহর, নারায়ণকান্দি, কুলবাড়িয়া, সাতব্রিজ, জোড়াদহ, তাহেরহুদা, ভায়নাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
খুলনা গেজেট/এনএম