খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হরিণাকুন্ডুতে চেয়ারম্যান-মেম্বারদের শপথ

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গত পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুনিরা বেগম। পরে বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৭২জন সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।

এ সময় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ওসি আব্দুর রহিম মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন। নির্বাচনে উপজেলার আট ইউনিয়নের দুটিতে নৌকা ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!