খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

হরিণাকুণ্ডুতে মেধাবী প্রতিবন্ধী ছাত্রকে ট্রাইসাইকেল প্রদান

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু সরকারি লালনশাহ্ কলেজের মেধাবী প্রতিবন্ধী ছাত্র আব্দুস সালামের আবেদনের প্রেক্ষিতে তার লেখাপড়া চালিয়ে যাওয়াসহ চলাচলের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে একটি ট্রাইসাইকেল প্রদান করা হয় ।

আব্দুস সালাম উপজেলার দৌলতপূর ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র । অর্থাভাবে সে জোড়াদহ গ্রামে তার ভগ্নীপতি মোঃ শাকের আলীর বাড়ীতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সালাম জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১৭ সালে এসএসসি ও জোড়াদহ কলেজ থেকে ২০১৯ সালে সুনামের সাথে এইচএসসি পাশ করে। বর্তমানে তিনি সরকারি লালনশাহ্ কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগে ১ম বর্ষে অধ্যায়নরত।

এ বিষয়ে সৈয়দা নাফিস সুলতানা বলেন, ‘প্রতিবন্ধী ওই ছাত্রের আবেদনের প্রেক্ষিতে মানবিক সহায়তার অংশ হিসাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এই তিন চাকার সাইকেলটি প্রদান করা হয়।’

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম, মোঃ ছমির উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ আরো অনেকে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!