ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্যের ওপর জাতীয় জন্ম নিবন্ধন দিবস- ২০২০ পালিত হয়েছে।
মঙ্গলবার ৬ (অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্যদেন হরিণাকুণ্ডু থানার পরিদর্শক ( ওসি) মোঃ আব্দুর রহিম মোল্লা, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, নির্বাচন কর্মকর্তা নূর-উল্লাহ, সহকারি প্রোগ্রামার ওয়াশিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান, ইউপি চেয়ারমান গোলাম মোস্তফা, শরাফত দৌলা ঝন্টু, মোহাম্মদ আলী, ইউপি সচিব আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, উদ্যোক্তা দিপক, আব্দুল আজিজ প্রমূখ।
খুলনা গেজেট/ এমএম