খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

হরিণাকুণ্ডুতে আর্থিক সহায়তা পেল দাফন কমিটির সদস্যরা

হরিণাকুণ্ডু প্রতিনিধি

মহামারি করোনাকালে করোনায় মৃতদের দাফন-কাফন কাজে সাহসিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ইসলামী ফাউন্ডেশনের দাফন কমিটির সদস্যরা। করোনাভয় উপেক্ষা করে ইতোমধ্যেই তারা সম্পন্ন করেছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত ৪ ব্যক্তির দাফন-কাফন।

দেশের বিভিন্ন স্থানে করোনায় মৃতদের দাফন-কাফনে নিয়োজিতদের অনিহার খবর গনমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে ব্যতিক্রম লক্ষ করা গেছে হরিণাকুণ্ডু উপজেলার ইসলামী ফাউন্ডেশন কর্তৃক গঠিত ওই দাফন কমিটির সদস্যদের। তারা ইতোমধ্যে করোনায় মৃত ৪ ব্যক্তির দাফন-কাফনে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন।

করোনাকালে তাদের এ মানবিককাজে মুগ্ধ হয়ে রোববার দুপুরে ওই সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। দুপুরে তাদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের হাতে মানবিক সহায়তার অর্থ তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও।

এসময় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শেখ মোঃ আবু হানিফ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাধু খাঁ, ঈমাম সমিতির সভাপতি মঈনুদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা শেরেগুল ইসলাম উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!