খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

হরিণাকুণ্ডুতে ইউপি উপ-নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন : ফল প্রকাশ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪নং দৌলতপূর ইউনিয়নের ৫নং রমচন্দ্রপূর ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।

উপ-নির্বাচনে সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে বিজন পারভেজ সোহাগ (মোরগ), তোফাজ্জেল হোসেন (ফুটবল) এবং আশরাফুল ইসলাম ( টিউবয়েল) প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪নং দৌলতপূর ইউনিয়নের ৩টি গ্রাম নিয়ে ৫ নং ওয়ার্ড, এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২২৭৫ তার মধ্যে মহিলা ১১২৮ এবং পুরুষ ১১৪৭ জন । সাবেক মেম্বর হায়দার আলী ২০১৯ সালের ১৫ ডিসেম্বর মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নূর-উল্লাহ জানান, উপ-নির্বাচনে মোট প্রার্থী তিন জনের মধ্যে মোঃ বিজন পারভেজ ১৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জেল হোসেন ৩৭১ ভোট পেয়েছেন। তিনি আরও বলেন, এই নির্বাচন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!