খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

হরতাল সফল করতে খুলনাবাসীর প্রতি বিএনপি’র আহবান

গেজেট ডেস্ক 

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ মহাসমাবেশ চলাকালে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

শনিবার (২৮ অক্টোবর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি’র চলমান গণআন্দোলনে সরকার ভীত ও অস্বস্তিতে পড়েছে। এ অবস্থায় শনিবারের মহাসমাবেশে গণজোয়ার দেখে সরকার তার ভবিষ্যৎ পরিণতি উপলব্ধি করতে পেরেছে। তাই বলপ্রয়োগের মাধ্যমে জনজোয়ার প্রতিহত করে আবারো ২০১৪ এবং ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতায় থাকার অপচেষ্টায় মেতে উঠেছে। শান্তিপূর্ণ মহাসমাবেশে ন্যাক্কারজন হামলাই তার বহিঃপ্রকাশ। হামলা, নিপীড়ন-নির্যাতন ও কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই সরকার গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের আন্দোলনকে প্রতিরোধ করতে পারবে না। গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার আন্দোলনের বিজয় অত্যাসন্ন।

বিবৃতিদাতা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সদর থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি, খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল, খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদলের প্রধানরা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!