খুলনা, বাংলাদেশ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১২ মার্চ, ২০২৫

Breaking News

  বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন 
  পাকিস্তানে সেই ট্রেন থেকে ৮০ জিম্মি উদ্ধার, ১৩ জঙ্গি নিহত, অভিযান চলছে

হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ

গেজেট ডেস্ক

আ’লীগের সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে ও প্রহসনের এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ৪৮ঘন্টার হরতাল সফলে বিক্ষোভ করেছে খুলনা জেলা বিএনপি।

শনিবার (০৬ জানুয়ারি) সকালে হরতাল সফলে খুলনা-ঢাকা মহাসড়কে (হরিনটানা গেটে) অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবিরের নেতৃত্বে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ্সহ নেতাকর্মীরা অংশ নেয়।

জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, গত ১৫ বছরে লুটেরা আ’লীগের সকল অনিয়ম-দুর্নীতি, জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে বিএনপি’র সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল সফলে ও ভোট বর্জনের উদাত্ত আহবান জানিয়েছি। বিরোধী দলবিহীন আ’লীগের সাজানো-পাতানো এ নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী না থাকায় ভোট দান থেকে বিরত থাকাও প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। তাই সকল প্রকার অপপ্রচার রুখে দিয়ে নিজে ও পরিবার-পরিজনকে সাথে নিয়ে এবারের ভোট প্রদান থেকে বিরত থাকুন। দেশের স্বার্থে অন্যদেরও ভোটবর্জনে উৎসাহিত করুন।- খবর বিজ্ঞপ্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!