অবিলম্বে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাঁধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রোববার ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী মিছিল ও পিকেটিং করেছে। সকাল থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রিশিবিরের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং কর্মসূচি পালন করে বলে গণমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে।
তবে মিছিল ও পিকেটিংয়ের স্থান উল্লেখ নেই ওই বার্তায়।
মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর খুলনা সদর থানা আমীর মাওলানা আবু তারিন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, ছাত্রশিবির খুলনা মহানগরীর দপ্তর সম্পাদক সাহাল বিন মতিন, সাহিত্য সম্পাদক মুহা. আবু রাহাত প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালনে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম