উচ্চ আদালত থেকে খুনের মামলায় জামিন নিয়ে ১ মাস ১০ দিন পর এলাকায় ফিরলেন খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজী। দীর্ঘদিন পর এলাকায় আগমনের ফলে তাঁর অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
জিয়া গাজী আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আঃলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
জানা যায়, ২৫ জুলাই রাতে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পথের বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামের বাসিন্দা মোঃ ইয়াসিন শেখ (৪২) । এ ঘটনার একদিন পর ২৭ জুলাই নিহত ইয়াসিন শেখের মা হাফিজা বেগম বাদী হয়ে সেনহাটী ইউপি চেয়ারম্যান জিয়া গাজীকে প্রধান আসামীসহ ১৫ জন এজাহার নামীয় এবং ৬/৭ জন অজ্ঞাতনামা আসামী করে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন( মামলা নং ৯)। মামলা দায়েরের পর থেকে জিয়া গাজী পলাতক ছিলেন।
গত পরশু ৬ আগষ্ট উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ১ মাস ১০ দিন পর আজ ৭ আগষ্ট বিকালে তিনি নগরীর খালিশপুর হার্ডবোর্ড খেয়াঘাট পার হয়ে নিজ গ্রাম চন্দনীমহলে প্রবেশ করেন। এ সময় তাঁর শত শত অনুসারী রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর নির্বাচনী প্রতিক আনারসের পক্ষে শ্লোগান দিতে থাকেন।