খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

হঠাৎ এক পশলা বৃষ্টি, মেঘ কাটলে নামবে শীত

নিজস্ব প্রতিবেদক

ভোর থেকেই ছিল আকাশ মেঘলা। এরই মাঝে সকাল ৭ টার পর হঠাৎ খুলনায় এক পশলা বৃষ্টি। শুক্রবারও দিনভর দেশের বিভিন্ন এলাকা ছিল মেঘাচ্ছন্ন। এর মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। আবহাওয়া অফিসের তথ্য, এই বৃষ্টিতে তাপমাত্রা কমে শীত নামবে দেশে।

দেশে চলমান মেঘলা আবহাওয়ার কারণ আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এর একখণ্ড মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশের আকাশে ঢুকেছে। সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাস।

     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আবহাওয়াবিদের ধারণা, এই বৃষ্টির পরেই জেকে বসতে পারে শীত। দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে যাবে। এরপর কমবে তাপমাত্রা।

     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়েছে, শনিবার খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস এও বলছে যে, আজ দেশের বেশিরভাগ আকাশজুড়ে মেঘের ঘনঘটা থাকবে। থাকবে কুয়াশাও।

বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টির প্রকোপ শনিবার কিংবা রবিবার শেষ হবে। এরপর শীত পড়বে। পূর্বাভাস মোতাবেক বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে মেঘের আধিক্য। এর ফলেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই একই অবস্থা বিরাজ করছে ভারতেও। পশ্চিমবঙ্গে শুক্রবার থেকেই হালকা বৃষ্টির প্রকোপ ছিল। একদিকে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা মেঘমালা। অন্যদিকে নেপাল ও হিমালয় হয়ে শীতল উত্তরের হাওয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে অসময়ের এই বৃষ্টি শীতের আমেজ বাড়িয়ে দিয়েছে। বোঝাই যায় বৃষ্টির রেশ কেটে গেলে বাড়বে শীতের প্রকোপ।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!