খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত
  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

হজ শেষে মক্কা থেকে মদিনায় রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

হজ-শেষে-মক্কা-থেকে-মদিনায়-রাষ্ট্রপতিবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রোববার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। ছবি: বাসস

মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে এখন মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার স্থানীয় সময় সাড়ে নয়টায় তিনি সপরিবারে মদিনায় পৌঁছান।

বাসসের খবরে বলা হয়, পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে শুক্রবার বিকেলে কা’বা শরীফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন রাষ্ট্রপতি।

২৩ জুন হজ পালনের উদ্দেশে দশ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পরিবারের সদস্যদের নিয়ে ২৪ জুন ওমরাহ পালন করেন তিনি। ২৬ জুন রাষ্ট্রীয় প্রটোকলে তারা মিনায় যান। ২৭ জুন আরাফাতের ময়দানে গিয়ে অন্যান্য হাজীদের ন্যায় সেখানে সারা দিন কাটান।

ওইদিন সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে তিনি আরাফাত ত্যাগ করেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। রীতি অনুযায়ী সকল হজযাত্রীরা সেখানে খোলা আকাশের নীচে রাত কাটান। ফজরের নামাজ আদায় করে বুধবার ২৮ জুন আবার মিনায় ফিরে যান রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি সেখানে জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং মক্কায় তাওয়াফ আল-ইফাদাহ ও সাঈ সম্পন্ন করেন।

পরে আবার মিনা থেকে মক্কার রয়েল প্যালেস যান রাষ্ট্রপতি। মক্কায় বিদায়ী তাওয়াফ শেষে গতকাল সেখান থেকে মদিনায় যান তিনি।

মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রোববার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ৩ জুলাই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!