খুলনা, বাংলাদেশ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শান্তির হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে তৃতীয় জয় বাংলাদেশের
  নিবন্ধন : ত্রুটি কাটাতে ডকুমেন্ট চেয়ে ১৪৪ দলকে চিঠি দেবে ইসি
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

হজের বিষয়ে এখনই আর্থিক লেনদেন নয়

গেজেট ডেস্ক

হজে গমনেচ্ছুদের পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলতি বছর হজের বিষয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে সরকার।এবছর পবিত্র হজ পালনে হজ গমনেচ্ছুদের অন্তর্ভুক্ত করবেন’ বলে একটি অসাধু চক্রের অর্থ গ্রহণ সংক্রান্ত প্রতারণার ঘটনা ধর্ম মন্ত্রণালয়ের নজরে এসেছে।

বিষয়টি অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করেছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিবর্গকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করছে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!