খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

সড়ক বিভাজকের গাছ কাটার প্রতিবাদে নাগরিক ও পরিবেশ সংগঠনের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি

সোনাডাঙ্গা-মুজগুন্নী সড়ক বিভাজকের গাছ কাটার প্রতিবাদে এবং কর্তনকৃত স্থানে পুনরায় গাছ লাগানোর দাবিতে খুলনার নতুন রাস্তার মোড়ে ১৪টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এ্যাডঃ কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সঞ্চালনায়, অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়। যে গাছ পাখীদের আবাস দেয়। সেই গাছ কেটে শহরের সৌন্দর্যবর্ধন বা উন্নয়ন কোনটাই হতে পারে না। দেশীয় গাছ উজাড় করে বিদেশী বোপ-ঝাড়, ঝাউ গাছ একদিকে যেমন আমার দেশীয় পরিচয়কে ক্ষুন্ন করছে অন্যদিকে আমাদের গাছের ছায়া থেকে, অক্সিজেন থেকে বঞ্চিত করছে।

উপস্থিত প্রতিনিধিরা খুলনা সিটি কর্পোরেশনের এই পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডকে উন্নয়নের নামে অর্থ অপচয় আখ্যায়িক করে জরুরী ভাবে সৌন্দর্য বর্ধনের নামে সড়ক বিভাজকের বিদ্যমান দেশীয় গাছ কাটা বন্ধের দাবি জানান এবং কারো পরামর্শ ছাড়াই প্রায় আধা কিলোমিটারের গাছ কেটে ফেলার প্রতিবাদ জানান এবং পুনরায় সেখানে দেশীয় গাছ লাগানোর দাবি জানান।

বক্তারা তাদের বক্তব্যে, খুলনাকে সবুজায়ন ও পরিবেশ-প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে খুলনার মুজগুন্নী সড়ক বিভাজকের বিদ্যমান সকল গাছসহ অন্যান্য সড়ক বিভাজকের গাছ কাটা বন্ধের দাবি জানান।

প্রতিবাদ জানানো সংগঠন গুলো হলো, এএলআরডি, নিজেরা করি, টিআইবি, বেলা, বাপা, সনাক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), পরিবেশ সুরক্ষা মঞ্চ,পরিবর্তন-খুলনা, নাগরিক ফোরাম, আইআরভি, ক্লীন, ছায়াবৃক্ষ, হিউম্যানিটি ওয়াচ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!