সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক, তাতে কোনো লাভ হবে না।’
ওবায়দুল কাদের আজ দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিআরটিএ-তে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে, তা নিয়মের মধ্যে করা হবে, তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
সড়কে শৃঙ্খলা না এলে উন্নয়ন হলেও কোনো লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’
ওবায়দুল কাদের বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম দূর করার নির্দেশ দেন।
আগামী চার মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে সেতুমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
খুলনা গেজেট/এএ