দেশের বিভিন্ন স্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ মারা গেছেন ২৩ জন। এরমধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে। দুটি দুর্ঘটনা কুয়াশাজনিত কারণে। আর একটি দুর্ঘটনা ঘটেছে সড়ক পারাপার হতে গিয়ে। একটি ঘটেছে ট্রেনের সামনে ট্রাক্টর পড়ে। বাকি দুর্ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন পরিবহনের সংঘর্ষে।
সোমবার দেশের বিভিন্ন জেলায় ঘটা দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা গেছে হবিগঞ্জে। এখানে প্রাণ হারিয়েছেন ৮ জন। এছাড়া গাজীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন, বরিশালে মোটরসাইকেলের সঙ্গে টেম্পোর সংঘর্ষে একজন, দিনাজপুরে বালুবোঝাই ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় মারা গেছেন একজন, টাঙ্গাইলে বাসের ধাক্কায় একজন, কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী, ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন, মুন্সীগঞ্জে পিকআপ চাপায় ২ জন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পিকআপভ্যানের চাপায় এক নারী স্বাস্থ্য সহকারী, নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন এবং বগুড়ায় ভটভটি উল্টে একজনের প্রাণ গেছে।
খুলনা গেজেট/এনএম