আড়ংঘাটা থানাধীন দিঘলিয়া উপজেলার ৬ নং যোগীপোল ইউনিয়নের তেলিগাতী সরদারপাড়া কুটিরঘাট-বাইপাস সড়কের প্রায় ২৫/৩০ফুট পাকা রাস্তা পুকুরে ধ্সে পড়েছে। শনিবার (৫ আগস্ট) সকালের দিকে হঠাৎ করে পুকুর পাড়ের দু’টি আমগাছ, দু’টি নারিকেল গাছ নিয়ে পুকুরের পাড় ভেঙ্গে ধ্বসে পড়ে পাঁকা সড়কের প্রায় অর্ধেকের বেশী অংশ।
এ ঘটনার পর থেকে সড়কটি দিয়ে ৩/৪ চাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা লাল নিশানা দিয়ে সড়টির পাশ দিয়ে ঘিরে রেখেছে। জরুরী ভিত্তিতে ভাঙন প্রতিরোধ ব্যবস্থাগ্রহণ না করা হলে সড়কটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
এলাকাবাসী কাছ থেকে জানা যায়, তেলিগাতী পাকার মাথা থেকে সরদারপাড়া-কুটিরঘাট বাইপাস সড়কের সরদার ম্যানসনের সামনের সড়কের পাশে সরদার হাবিবুর রহমানের পুকুর পাড়ের দুটি আমগাছ এবং দুটি নারিকেল গাছসহ পুকুরের পাড় ধ্বসে পড়ে পুকুরের মধ্যে। এ সময় ৮ ফুট প্রশস্ত সড়কটির সাড়ে ৪ ফুট এবং প্রায় ২৫/৩০ ফুট লম্বা অংশ পুকুরের মধ্যে ধ্বসে পড়ে।
পুকুরটির মালিক জানায়, কয়েক দিনের বর্ষায় পুকুরটি পানি বৃদ্ধি পাওয়ায় পুকুর পাড়ের গাছের গোড়ার মাটিসহ ঐ অংশ দূর্বল হয়ে পড়ায় পুকুর পাড়ের গাছগুলোর গোড়া উপড়ে পুকুরের মধ্যে ধ্বসে পড়ে। এতে করে পাকা সড়কটির প্রায় ২৫/৩০ ফুট পুকুরের মধ্যে ভেঙ্গে পড়েছে। যে কোন ধরণের দূর্ঘটনা এড়াতে সড়কটির ভাঙনের অংশে লাল নিশানা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জি এম এনামুল কবির বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এলজিইডি’র নির্মাণাধিন তেলিগাতী সরদার পাড়ার পাকা সড়কটির অর্ধেকের বেশী অংশ পুকুরের মধ্যে ধ্বসে পড়েছে। সড়কটির ভাঙনের ফলে বর্তমানে এই সড়ক দিয়ে ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মোটরসাইকেল-সাইকেল সহ পায়ে হেটে চলাচল করা যাচ্ছে। জরুরী ভিত্তিতে ভাঙন প্রতিরোধ ব্যবস্থাসহ পুকুরের পাড় বেধে সড়ক সংষ্কার না করা হলেন সড়কটির যোগাযোগ ব্যবস্থা সম্পুর্ণ বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য এই সড়কটি দিয়ে তেলিগাতীর কুটিরঘাট-বাইপাস সড়ক, তেলিগাতী দক্ষিণপাড়া, তেলিগাতী মধ্যপাড়াসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ চলাচল করে। সড়কটির রক্ষণাবেক্ষণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিঘলিয়া উপজেলা।
দিঘলিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু তারেক সাইফুল কামাল খুলনা গেজেটকে বলেন, আজ সকালে রাস্তাটি ভাঙ্গনের পর পরই আমাদেরকে অবহিত করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আগামীকাল সকাল থেকে জরুরী ভিত্তিতে রাস্তাটির সংস্কার কাজ করে যান চলাচলে উপযোগী করা হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ বিএম শহিদুল