খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

স্যার অ্যালেক্সের এক কথাতেই ইউনাইটেডে রোনালদো!

ক্রীড়া প্রতিবেদক

নাটকীয় এক দলবদল মৌসুম চলছে। সেই মৌসুমের নাটকীয়তায় আরও এক অধ্যায় যোগ করে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। দীর্ঘ ১২ বছর পর রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস অধ্যায় শেষ করে আবারও ম্যানইউ-তে ফেরা অনেকটা রোনালদোর ঘরে ফেরার মতোই।

ফুটবলার হিসেবে রোনালদোর বেড়ে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনেই। তাই ফার্গুসনকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করেন রোনালদো, এমনকি অনেক সাক্ষাৎকারে একথা নিজ মুখে স্বীকার করেছেন তিনি। তাই রোনালদোর ম্যানইউতে প্রত্যাবর্তনে স্যার অ্যালেক্সের অবদান থাকতেই পারে, এ নিয়ে রাজনীতির সুযোগ খুব একটা নেই। ইউরোপীয় সংবাদ মাধ্যমও জানাচ্ছে তেমন কিছুই!

জুভেন্তাস ছেড়ে রোনালদোর ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর জোর গুঞ্জন। তখনই রোনালদোকে ফোন করেন ফার্গুসন। তার ফোনেই পর্তুগীজ তারকার ইউনাইটেডে ফেরা নিশ্চিত হয়। এমন খবর জানাচ্ছে ম্যানচেস্টার ইভনিং নিউজ।

ফার্গুসনের ডাকে আবারও ইউনাইটেডের জার্সি গায়ে চাপাতে চলেছেন রোনালদো। তবে এখন ড্রেসিংরুমে সেই ফার্গুসনকে পাবেন না রোনালদো। কোচ হিসেবে এখন যাকে পাবেন, তিনিও অবশ্য খুব অপরিচিত কেউ নন। সে দায়িত্ব এখন তার প্রাক্তন সতীর্থ ওলে গুনার সোলশায়ার।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!