খুলনাকে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফোকাল পার্সনদের অংশগ্রহণে সমঝোতা স্মারকের খসড়া প্রণয়ন বিষয়ক কর্মশালা আজ (রবিবার) সকালে খুলনার হোটেল সিটি-ইন এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।
প্রধান অতিথি বলেন, খুলনা সিটি কর্পোরেশনকে স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। সকলের সহযোগিতা ছাড়া একার পক্ষে সবকিছু করা সম্ভব না। এর জন্য সময়োপযোগী ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।
কর্মশালায় বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিডার ডাঃ সাধনা ভগত, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। স্বাস্থ্যকর নগরী বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের প্রফেসর ড. মোস্তফা সারোয়ার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোঃ আসিফ আহমেদ। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
খুলনা গেজেট/ টি আই