খুলনা, বাংলাদেশ | ২৯ আশ্বিন, ১৪৩১ | ১৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

স্বাধীনতা-সুখের বাসনা

আবদুস সালাম খান পাঠান

এদেশ আমার প্রিয় মাতৃভূমি, সবুজ গাছপালা, তৃণলতা
ফুলে ফলে ভরা; হৃদয় নিংড়ানো ভালোবাসায়, মায়াবী
– সৌন্দর্যের নিত্য আকর্ষণ।
মুক্ত বাতাস, মুক্ত মন তরুণ প্রজন্মের দেশপ্রেম, চরম আত্নত্যাগে-
ভরা’ – সাহসী জাগরণ, শহীদী রক্তে শিহরণ!!

স্বাধীনতার বিজয় আনন্দ-উল্লাস, সুখের সংকল্প, অমিয়
স্বাধে -, কতো হৃদয় আবেগে, দিগন্ত উন্মনা। কতো নতুন
স্বপ্ন, নতুন ভাবনা – স্বাধীন চেতনা, রজনীগন্ধার সুবাস শিশির কণা
বাংলাদেশের প্রকৃতি চেতনা মায়াবী সৌন্দর্যে, হৃদয় রাঙা
সাগর মোহনা। মাটির মায়ায় স্মৃতির পাতায় নতুন ব্যঞ্জনা।
– দৃপ্ত শপথে দিন গণনা। নতুন পণ, নতুন গবেষণা।

কতো সুন্দর বন-বনানী নয়নাভিরাম সৌন্দর্যে ভাওয়াল –
ও মধুপুর গড়, সুন্দরবন সবুজাভ আঙিনা!
কেওড়া ফুলের গন্ধমাখা, হরিণের চোখে করমজল অরণ্যে
– সুন্দরবনে কতো ভালোবাসার রসনা।
সারি সারি দেবদারু,শাল-সেগুন গজারী চিরচেনা
বনভূমে, সবুজাভ বনে, প্রেমের স্মৃতিভরা আলপনা।

বাংলা শব্দের ভুবনে, ইতিহাসে প্রাণোন্মাদনা-
শব্দে-ছন্দের বিবর্তনে অনেক খ্যাতি, প্রেম গাঁথায় প্রণয়
– বিরহে – মনের সান্তনা। কেবল,-জ্যোৎস্না তারায় –
মায়ের মমতাভরা চোখে, স্নেহেতে জুড়ায় বুক
স্মৃতির পাতায় অশ্রুজলে, ভিজে হৃদয়ের দুঃখ সুখ।
স্বাধীনতায় বাঙালী খুঁজে, আজ অভিনৱ সুখ।
স্বাধীনতা চির সবুজ, চির অম্লান, শহীদী প্রাণের রক্ত
ঋণে-উষ্ণ আলোক।

১৯ সেপ্টেম্বর, ২০২৪, গাজীপুর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!