খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে : হেলাল 

তেরখাদা প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। দেশনায়ক তারেক রহমান আমাদের জন্য শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমাদের আদর্শের বাতিঘর, আমাদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। তাঁর নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদের আদর্শকে কেউ দমন করে রাখতে পারবে না। আমরা একসাথে যে গণতান্ত্রিক অভিযাত্রায় রয়েছি, মানুষের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি, তাতে সর্বোচ্চ দৃঢ়তা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আছে ও থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

 রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেরখাদা উপজেলা শাখার আয়োজনে সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব এফএম হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। আলোচক বিন্দ ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ , এডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী কওসর আলী, জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েতসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মিছিল নিয়ে দলে দলে যোগদান করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!