এবার খুলনা নেভি এ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন আশিকুর রহমান প্রেম। নিজের প্রচেষ্টা এবং শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সহযোগিতায় আজ তার এই সফলতা। সে খালিশপুর পৌরসুপার মার্কেট এলাকার মো. ফিরোজ হোসেন ও আয়শা শারমিন মুক্তা দম্পতির বড় ছেলে। শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফলাফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়ে সে।
মেধাবী শিক্ষার্থী আশিকুর রহমান প্রেম বলেন, জিপিএ-৫ পেয়েছি। খুবই ভালো লাগছে। আমার ১৩ বছরের পড়াশোনার প্রচেষ্টা আজ সফল হয়েছে। এই ফলাফলে শিক্ষক ও আমার বাবা-মায়ের অবদান রয়েছে। সকলের স্বপ্ন আজ পূরণ করতে পেরেছি। আমার স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়েছি। আগামীতেও এভাবে ভালো করার চেষ্টা করবো।
আশিকুর রহমান প্রেমের মা আয়শা শারমিন মুক্তা বলেন, ফলাফল পেয়ে আনন্দে কেঁদে ফেলিছি। ছেলের বাবা মো. ফিরোজ হোসেন ও বড় ফুফু লাভলী খাতুন ওর লেখাপড়ার পেছনে অনেক কষ্ট করেছে। তাই ফলাফল পেয়ে তারাও কেঁদে ফেলেছে। ছেলের দাদী, ফুফা মাসুদ আসিফ ও ছোট ফুফু-ফুফাসহ পরিবারের সবাই খুব খুশি।
তিনি বলেন, পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সবচেয়ে বেশি অবদান রয়েছে। ভবিষ্যতে তার এই সাফল্য অব্যাহত রাখবে, সেই প্রত্যাশা করছি।
খুলনা গেজেট/এমএম