খুলনায় স্বপন হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৬। সোমবার রাতে তাকে বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার হওয়া আসামি হল কাদের জোয়াদ্দার ওরফে রাজু।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সোমবার ভিকটিম স্বপন রুপসা ট্রাফিক মোড় থেকে খুলনা থানাধীন রুপসা বাসস্টান্ড রোডস্থ ঢাকা ম্যাচ ইন্ডাষ্ট্রিজ কোম্পানি লিমিটেড (দাদা ম্যাচ ফ্যাক্টরি) এর সামনে দিয়ে চানমারির দিকে যাচ্ছিল। এ সময়ে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার পথরোধ করে। পলানোর চেষ্টা করলে আসামিরা স্বপনের পিছু নেয়। রূপসা স্টান্ড রোডস্থ দাদা ম্যাচ ফ্যাক্টরির প্রধান গেটে পাকা রাস্তার উপর ওইদিন রাতে আসামিরা ধারালো চাপাতি দিয়ে ভিকটিমের মাথার পিছনে কোপ দিয়ে এবং দুই পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়। এ ব্যাপারে স্বাপনের ভাই বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারবাহিকতায় র্যাব গোপনে জানতে পারে এ হত্যা মামলার মূল আসামি বটিয়াঘাটা উপজেলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে আসামি কাদের জোয়ারদ্দারকে গ্রেপ্তার করে। পরে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ এসজেড