খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

স্প্যানিশ সুপার কাপে রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও

ক্রীড়া প্রতিবেদক

স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে জয় পেলো না লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়ালকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে আথলেতিক বিলবাও। মালাগায় বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে দলটি। শিরোপা লড়াইয়ে তাদের সামনে বার্সেলোনা।

খেলতে নেমে ম্যাচের দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখলেও জোরালো কোনো আক্রমণ করতে পারেনি লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ১৮তম মিনিটে গোল পেয়ে যায় আথলেতিক বিলবাও। ডি-বক্সের ভেতরে বল পেয়ে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন রাউল গার্সিয়া।

৩৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। ৭৩তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল প্রতিপক্ষের পা ছুঁয়ে গোলমুখে পেয়ে টোকায় জালে জড়ান বেনজেমা।

এরপর আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেললেও কোনো গোল পায়নি রিয়েল মাদ্রিদ। ৯০ মিনিট শেষ হওয়ার পর ৯ মিনিট অতিরিক্ত সময় পেলেও কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিলবাও।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!